adfly পরিচিতিঃ
বর্তমান বিশ্ব হল ICT এর বিশ্ব । যার ICT সম্বন্ধে যত বেশি জানা আছে ,সে ততবেশি শক্তিশালী । তাই বলি যারা Internet এ বসে অযথা সময় নষ্ট করছেন তারা আর সময় নষ্ট না করে আজ থেকেই কাজে লেগে যান , দেখবেন আপনি অনেক নতুন নতুন আয়ের উৎস খুজে পাচ্ছেন যা আপনার জীবন কে আরও সুন্দর করে তুলবে। যা হোক কাজের কথায় আসি।
সাইট টি কিভাবে কাজ করেঃ
এই সাইট টি মুলত লিঙ্ক কে sort করার কাজ করে থাকে , আপনি অনেক বড় একটি লিঙ্ককে এই সাইটের মাধ্যমে অনেক ছোট করতে পারবেন।এই সাইটের মাধ্যমে আপনি যেকোনো সাইটের লিঙ্কগুলোকে ছোট করতে পারবেন।
এই ছোট লিঙ্ক টি যদি আপনি কোথাও share করেন। তাহলে visitor এই link এর মাধ্যমে আপনার ঐ মুল লিঙ্ক টি visit করতে পারবে । এতে করে ঐ কোম্পানির কিছু লাভ হবে যা থেকে একটা অংশ আপনাকে দেওয়া হবে।
এই লিঙ্কগুলো বিভিন্ন সাইটে শেয়ার করতে হয়। যত লোক এই লিঙ্কে প্রবেশ করবে এবং Skip Ad এ ক্লিক করবে সেই ভিত্তিতে আপনি টাকা পাবেন। এটা দিয়ে আপনি মোটামুটি টাকা আয় করতে পারবেন । আর যদি একটু সময় দিতে পারেন তাহলে মাসে ১০০-২০০ ডলার আয় করতে পারবেন । অনেকে এটা দিয়ে মাসে ৪০০ ডলার আয় করছেন । আমি নিজেও এই সাইট থেকে আয় করছি ।
"Adfly তে ইনকাম করার পদ্ধতি"
"Adfly তে ইনকাম করার পদ্ধতি"
কিভাবে account করবেনঃ
আপনাকে প্রথমে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খুলতে https://adf.ly.comএই লিন্ককে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে।
![]() |
| adf.ly ইনকাম Income Tips Blog |
এখান থেকে Join now এ click করেন ।এরপর নিচের মত একটি পেজ আসবে ।
![]() |
| adf.ly ইনকাম Income Tips Blog |
এখানে সব Information দিয়ে Join এ ক্লিক করেন।
ওকে আপনার account হয়ে গেল।
এবার আপনার Email Account Cheek করেন এবং আপনার account verification এর জন্য আপানার mail এ একটি email send করেছে adf.ly . এবার আপনি নিচের ছবির মত করে কাজ করেন এবং আপনার account টি ভেরিফাই করে নিন।
![]() |
লিঙ্কটিতে ক্লিক করার পর activation key চাইবে তখন ঐ কোড টি কপি করে দিবেন।
এবার আপনার account টি ভেরিফাই হয়ে গেছে।
কি ভাবে আয় হয়ঃ
সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে ৪.৭ ডলার। পুরো পৃষ্ঠা বিজ্ঞাপনের জন্য প্রতি ১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়। একে সামান্য মনে হতে পারে। বাস্তবে ভিজিটর যত বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারে। ব্যানার বিজ্ঞাপনগুলি দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকে। এগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার দেয়া হয়। এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা।
এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা।
রেফারেল থেকে আয়ঃ
অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি একটা রেফারেল আইডি লিঙ্ক পাবেন ঐ লিঙ্ক থেকে কেউ Join হলে আপনার রেফারেল হবে রেফারেল থেকে শতকরা ২০ ভাগ আয় আপনার অ্যাকাউন্ট এ জমা হবে। তাই যতটা সম্ভব রেফারেল বাড়াতে হবে।
কিভাবে টাকা উত্তলন করবেনঃ
প্রতি মাসের ১ তারিখ ডলার তুলতে পারবেন । এজন্য আপানকে paypal, payoneer এবং মধ্যে account থাকতে হবে এবং এই অ্যাকাউন্ট কে adflyএর account এর সাথে connect করতে হবে।
অটোমেটিক টাকা পাওয়ার জন্য আপনারadfly একাউন্টের “withdraw” লিখা লিংকে ক্লিক করেpaypal, payoneerএকাউন্ট এর ইমেইল আইডি টি বসিয়ে দিন।প্রতি মাস শেষে আপনার আয় করা টাকা চলে আসবে আপনার account এ ।
যাদের পেপ্যাল,পেওনিয়ার, একাউন্ট না থাকে,তাহলে নিচে কয়েকটা টিউটোরিয়ালের লিন্ক দেওয়া আছে, টিউটোরিয়াল গুলো দেখে একাউন্ট খুলে নিতে পারেন। অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে যোগাযোগ করতে এখানে ক্লিক করন।
paypal একাউন্ট কিভাবে খুুুুলতে এখানে ক্লিক করুন।
payoneer একাউন্ট কিভাবে খুলতে হয় দেখতে এখানে এখানে ক্লিক করুন।




